You have reached your daily news limit

Please log in to continue


ডিম ছাড়া কেক

দুর্গাপূজার ৫দিন বাড়িতে থাকে আমিষ ও নিরামিষের আয়োজন। পূজার আপ্যায়নে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলুন ডিম ছাড়া নিরামিষ কেক।

উপকরণ

২ কাপ ময়দা, ১ কাপ সাদা তেল, ২ কাপ চিনি, ৬টি পাকা কলা, হাফ চা চামচ বেকিং পাউডার  

প্রস্তুত প্রণালি 

যে পাত্রে কেক বেক করবেন সেটিতে প্রথমে ক্যারামেল বানিয়ে নিতে হবে। দেড় কাপ চিনি আর অল্প পরিমাণ পানি (চিনি ভিজে গেলেই চলবে) দিয়ে চুলায় অল্প আঁচে বসিয়ে ক্যারামেল বানিয়ে নিয়ে রেখে দিতে হবে।

তারপর পাকা কলা একটু হাতে কচলে নিয়ে ব্লেন্ডারে মিহি করে নিতে হবে। একটা ছাঁকনিতে ময়দা, বেকিং পাউডার ও বাকি হাফ কাপ চিনি চেলে নিয়ে তেল দিয়ে ভালো করে মিশিয়ে ব্লেন্ড করে রাখা কলা মেশাতে হবে। 

কেকের ব্যাটার তৈরি হয়ে গেলে একটি ননস্টিক হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে মাঝারি আঁচে ১০ মিনিট প্রি-হিট করে নেব। যে পাত্রে ক্যারামেল তৈরি করা হয়েছিল সেটিতে কেকের ব্যাটার ঢেলে চুলায় বসানো হাঁড়ির ভেতরের স্ট্যান্ডের ওপর বসিয়ে ঢেকে দিতে হবে। 

খেয়াল রাখতে হবে যেন কোনো বাতাস না ঢোকে। ঢাকনার ছোট ছিদ্রটি একটা লবঙ্গ দিয়ে আটকে দিয়ে ২০-২৫ মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে মজাদার কেক। 

কেক ঠিকমতো হয়েছে কিনা চেক করতে চাইলে একটা টুথপিক ঢুকিয়ে নিন। যদি টুথপিক এর গায়ে কিছু লেগে না থাকে তাহলে বুঝতে হবে কেক তৈরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন