জাপোরিজিয়া পরমাণু ক্ষেত্রের প্রধান রাশিয়ার হাতে আটক

বিডি নিউজ ২৪ ইউক্রেন প্রকাশিত: ০১ অক্টোবর ২০২২, ২৩:২৯

রুশ বাহিনী ইউক্রেইনের জাপোরিজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক ইহোর মুরাশভকে ধরে নিয়ে গেছে বলে জানিয়েছে দেশটির পরমাণু নিয়ন্ত্রক সংস্থা এনারহোয়াতম।


এনারহোয়াতমের প্রেসিডেন্ট শনিবার এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেন বলে জানায় বিবিসি।


ওই বিবৃতিতে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে (জিএমটি ১৩:০০) ইহোর মুরাশভকে তার গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়। তিনি ওই সময় নিজের গাড়িতে করে জাপোরিজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে কাছের শহর এনারহোদারে যাচ্ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও