![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2022-10%2F6306cd2a-34d8-40ac-a20d-b5b82480a479%2FRashmika_Samantha_Alia_01_10_22.jpg?rect=0%2C4%2C800%2C450&auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=940)
‘রোড ট্রিপে’ রাশমিকার যাদের পছন্দ
দক্ষিণ জয় করে বলিউড জয়ের বাসনা নিয়ে আসা রাশমিকা মানদানার নিজের ‘রোড ট্রিপের’ সঙ্গী বাছতে দুই কূলই রাখলেন।
পুষ্পা নায়িকা বলেছেন, রোড ট্রিপে যাওয়ার সঙ্গী হিসেবে তিনি সামান্থা রুথ প্রভু কিংবা আলিয়া ভাটের সঙ্গেই স্বাচ্ছন্দ্য বোধ করবেন।
কন্নড় অভিনেত্রী রাশমিকার মতোই দক্ষিণী সুপার স্টার সামান্থা, আর আলিয়ার জন্ম ও বেড়ে ওঠা বলিউডেই।
সম্প্রতি রাশমিকা এক সাক্ষাৎকারে ভ্রমণসঙ্গী হিসেবে নিজের পছন্দের নায়িকাদের নাম বলেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
আলিয়া ও সামান্থাকে নিয়ে একটা 'ম্যাড কুল’ সিনেমায় অভিনয় করতে চান রাশমিকা। যদি সুযোগ হয় আলিয়া ও সামান্থার সঙ্গে ‘রোড ট্রিপে’ যেতে চাইবেন তিনি, বলিউড বুবলকে এমনটাই বলেছেন তিনি।
সামান্থার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করারবিষয়ে রাশমিকার ভাষ্য, “আমি অভিনয় দিয়ে মানসিকভাবে সামান্থার সঙ্গে একাত্মতা অনুভব করি। আমার মনে হয়, সামান্থা সব ধরনের সহযোগিতা নিয়ে আমার জন্য আছেন। ”
এছাড়া আলিয়া ভাটও আমার পছন্দের মানুষ,“ বলেন তিনি।
- ট্যাগ:
- বিনোদন
- ভ্রমণে সঙ্গী
- রাশমিকা মন্দানা