কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৪ বছর ধরে প্রশ্ন ফাঁস হচ্ছে না: শিক্ষামন্ত্রী

বিডি নিউজ ২৪ চাঁদপুর সদর প্রকাশিত: ০১ অক্টোবর ২০২২, ১৯:২৪

সরকারের কার্যকর পদক্ষেপের কারণে চার বছর ধরে প্রশ্নপত্রের ফাঁসরোধ সম্ভব হয়েছে বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। 


শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সম্প্রীতি সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। 


শিক্ষামন্ত্রী বলেন, “গত চার বছর ধরে প্রশ্ন ফাঁস হচ্ছে না। প্রশ্ন ফাঁস হচ্ছে না তার কারণ হলো- আমরা যে ব্যবস্থা নিয়েছি, প্রযুক্তিগত যে ব্যবস্থা নিয়েছি, যেভাবে সার্ভিল্যান্স হয়, সেগুলোর মধ্য দিয়ে এটা বন্ধ করা হয়েছে। 


এ সময় তিনি চলতি এসএসসি পরীক্ষায় দিনাজপুরের প্রশ্ন ফাঁসের বিষয়টি নিয়েও কথা বলেন। 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় চলতি এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক মাধ্যম ও গণমাধ্যমকর্মীদের নজরে এলে নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন।


ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ থেকে ২০ সেপ্টেম্বর প্রশাসনের কর্মকর্তারা এসএসসির চারটি বিষয়ের প্রশ্নপত্র উদ্ধার করেন। এরপর ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এসব পরীক্ষার সূচি বাতিল করে নতুন করে রুটিন দেয় শিক্ষা বোর্ড।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও