অ্যাডাল্ট সাইটে ছবি দেওয়ায় মিয়ানমারে মডেল ও বিক্ষোভকারী সানের কারাদণ্ড
মিয়ানমারে এক নারীকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির জান্তা সরকারের একটি আদালত। ‘অনলিফ্যানস’ নামে একটি অ্যাডাল্ট সাইটে ছবি প্রকাশ করায় তাঁকে এই সাজা দিয়েছেন আদালত। খবর বিবিসির।
জান্তা সরকার বলছে, মডেল ও সাবেক চিকিৎসক নাং মোয়ে সানের বিরুদ্ধে দুই সপ্তাহ আগে ‘সংস্কৃতি ও মর্যাদা ক্ষুণ্নের’ অভিযোগ তোলা হয়।
গত বছর অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে জান্তা সরকার। সে সময় জান্তাবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন নাং মোয়ে সান। অনলিফ্যানস-এ ছবি প্রকাশ করায় মিয়ানমারে সানকেই প্রথম সাজা দেওয়া হলো বলে ধারণা করা হচ্ছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মডেল
- অভিনেত্রী
- কারাদণ্ড