![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-10%252Fbae4e92a-d9a8-4a7b-85cf-268f7640e4ff%252FAfter_win_againast_Thailand_1st_match___3.jpg%3Frect%3D0%252C0%252C3000%252C1688%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.1)
‘থাইল্যান্ডের সঙ্গে দাপট দেখিয়েই জেতা উচিত’
সর্বশেষ নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের কথা। বাংলাদেশ নারী দলকে হারিয়ে চমকের জন্ম দেয় থাইল্যান্ড নারী দল। কয় দিন আগে শেষ হওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে সেই থাইল্যান্ডের মেয়েদেরকেই হারায় নিগার সুলতানার দল।
রোমাঞ্চকর ম্যাচটি জিততে জিততে হেরে গিয়েছিল থাই মেয়েরা। তাতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বপ্নও ধূলিসাৎ হয় থাইল্যান্ডের।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের এসব গল্পের কারণে আজ নারী এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচটা নিয়ে সবার আগ্রহ ছিল। কিন্তু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের দুই নম্বর মাঠে বাংলাদেশের ৯ উইকেটের দাপুটে জয়ের পর ছবিটা পাল্টে গেছে।
দুই দলের মধ্যে তুলনাটা যে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানার পছন্দ হচ্ছে না, সেটি বোঝা গেল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে। তাঁর স্পষ্ট যুক্তি, ‘থাইল্যান্ডের সঙ্গে আমাদের দাপট দেখিয়েই জেতা উচিত।’
- ট্যাগ:
- খেলা
- উদ্বোধনী ম্যাচ
- নারী এশিয়া কাপ