![](https://media.priyo.com/img/500x/https://images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2022/06/05/gas_1.jpg?itok=upPLqZHs×tamp=1654427825)
ঢাকায় আজ দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায়
গ্যাস পাইপলাইনে মেরামত কাজের জন্য আজ শনিবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না। পাশাপাশি কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আজ শনিবার দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা তেজগাঁও, মহাখালী, গুলশান, বনানী, নতুনবাজার, বাড্ডা খিলবাড়ীরটেক এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।
বিজ্ঞাপন