You have reached your daily news limit

Please log in to continue


৬ বছর পর সিপিএলে চ্যাম্পিয়ন জ্যামাইকা তালাওয়াশ

আইপিএলের সর্বশেষ আসরে ফাইনাল খেলেছে রাজস্থান রয়্যালস। শিরোপা জিততে পারেনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) একই ভাগ্য বরণ করতে হলো রয়্যালস পরিবারের আরেকেটি দলের। আজ সিপিএলের ফাইনালে জ্যামাইকা তালাওয়াশের কাছে ৮ উইকেটে হেরে শিরোপা জিততে পারেনি বার্বাডোজ রয়্যালস। ২০১৬ সালের পর এই প্রথম সিপিএলের শিরোপা জিতল জ্যামাইকা তালাওয়াশ।

ফাইনালের আগে ১১ ম্যাচে মাত্র ২ বার হারা বার্বাডোজ ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। শুরুটাও হয় দুর্দান্ত। রাকিম কর্নওয়াল ও কাইল মেয়ার্স প্রথম উইকেটে ৩৫ বলে ৬৩ রানের জুটি গড়েন। ৩৬ রানে ফেরেন কর্নওয়াল আর মেয়ার্স ফেরেন ২৯ রানে। তিনে ব্যাট করা আজম খান তুলে নেন অর্ধশতক। ৪০ বলে করেন ৫১ রান। টপ অর্ডারের এই তিন ব্যাটসম্যানকে ফেরান ফাবিয়েন অ্যালেন। শেষ পর্যন্ত ২০ ওভার ১৬১ রানে থেমেছে বার্বাডোজের ইনিংস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন