টিনিটাস : কানের এক অসুখের নাম
কালের কণ্ঠ
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২২, ১০:১৭
ফ্যান বন্ধ করলে বা বদ্ধ ঘরে থাকলে মাথা ঝিমঝিম করা শুরু করে। কানে একপ্রকার শব্দ হয়, যেন ঝিঁঝি পোকা ডাকছে। কোনো বাহ্যিক শব্দ ছাড়া কানের ভেতর এ রকম বেজে যাওয়াকে টিনিটাস বলে। লাতিন শব্দ ‘টিনিয়ার’ থেকে এটির উৎপত্তি, যার অর্থ ঘণ্টার শব্দ।
এটি কানের অসুখ অথবা অন্য কোনো রোগের উপসর্গ হিসেবে দেখা দিতে পারে। এই রোগে রোগী কানের ভেতর শোঁ শোঁ, ভোঁ ভোঁ, শিস দেওয়ার শব্দ, কেটলিতে পানি বাষ্প হওয়ার শব্দ, হিসহিস শব্দ, রেলগাড়ির ইঞ্জিনের আওয়াজ, টিভির ঝিরিঝিরি শব্দ ইত্যাদি অনুভূতি হতে পারে।
বিজ্ঞাপন
- ট্যাগ:
- স্বাস্থ্য
- কানের যত্ন
- কানের সুরক্ষা
- টিনিটাস