শিশুর দন্তক্ষয় রোগ

কালের কণ্ঠ প্রকাশিত: ০১ অক্টোবর ২০২২, ১০:১৬

দন্তক্ষয় দাঁতের একটি প্রধান রোগ। সাধারণত দাঁতের গায়ে লেগে থাকা প্ল্যাক ব্যাকটেরিয়া দ্বারা শিশুদের দন্তক্ষয় রোগের প্রবণতা দেখা দেয়। শিশুদের মুখে যখন প্রথম দাঁত ওঠে অর্থাৎ ছয় মাস বয়সেই দন্তক্ষয় রোগ হয়। ৪২ শতাংশ শিশুর দুধদাঁতে দন্তক্ষয় রোগ হয়ে থাকে।


দাঁতের যথাযথ যত্নের অভাবে সাধারণত দন্তক্ষয় রোগ হয়ে থাকে।


কারণ


শিশুরা সাধারণত দুধ ও জুস বেশি পান করে থাকে। আর এসবে সাধারণত সুগার বা চিনি থাকে। এটিই দন্তক্ষয় রোগের কারণ। এই খাবারগুলো বেশি সময় ধরে মুখে থাকলে মুখের ব্যাকটেরিয়া এ খাবারগুলো থেকে এসিড তৈরি করে, যা সাধারণত দন্তক্ষয় রোগের কারণ। স্ট্রেপ্টোকক্কাস মিউটেন ও ল্যাকটোব্যাসিলাস এই দুই ধরনের ব্যাকটেরিয়া সাধারণত ডেন্টাল ক্যারিজ করে থাকে।


বিজ্ঞাপন


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও