কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শাঁখারিবাজারে শেষ মুহূর্তের কেনাকাটা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২, ২১:৪৪

ছোট বোন পূজা রানী মণ্ডলকে নিয়ে প্রতিমা রানী মণ্ডল এসেছেন শাঁখারিবাজারে। পূজা উপলক্ষে শাঁখা, সিঁদুর আর টিপ কিনবেন বলে ঘুরছিলেন দোকানে দোকানে। জানালেন, পছন্দ করে খয়েরি পলা আর গোল টিপ কিনেছেন। প্রতি বছর পূজার আগে এখানে এসে কেনাকাটা করা হয়। জমজমাট এই গলিতে এসে পূজার অনুষঙ্গ কেনা দিয়েই শুরু হয় পূজার আনন্দ। আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) শাঁখারিবাজারে গিয়ে দেখা গেলো এমনই মেলার আমেজ। 


ধূপ-সিঁদুরের ঘ্রাণ আর কাঁসা- শঙ্খধ্বনিতে মুখরিত এখন পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাঁখারিবাজার। চলছে পূজার শেষ মুহূর্তের কেনাকাটা। প্রতিমা সাজানোর অনুষঙ্গ, পূজার বিভিন্ন উপকরণের পাশাপাশি আলতা, চুড়ি, টিপ কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। 


সেন এম্পরিয়ামের স্বত্বাধিকারী শ্যামল চন্দ্র সেন জানালেন, উৎসবের আমেজ বেশ কয়েকদিন আগেই লেগেছে শাঁখারিবাজারের অলিগলিতে। কালকে থেকে ভিড় বাড়বে আরও। পূজার জন্য প্রায় শখানেক উপকরণ প্রয়োজন হয় বলে জানালেন তিনি। এগুলো সবই বেশ সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় শাঁখারিবাজারে। ফলে দূরদূরান্ত থেকে এখানে সনাতন ধর্মাবলম্বীরা ভিড় জমান বলে জানালেন শ্যামল। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও