কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নিখোঁজ ৩ জনের মরদেহ পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ : ফায়ার সার্ভিস

ঢাকা পোষ্ট পঞ্চগড় প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৯

পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় পঞ্চম দিনেও নিখোঁজ তিনজনের সন্ধান না পাওয়ায় উদ্ধার অভিযান গড়িয়েছে ষষ্ঠ দিনে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অভিযান শুরু করেছেন। 


এদিকে সংস্থাটি জানিয়েছে, নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধারের সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে উদ্ধার কাজ চলবে আরও দুই দিন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা সাড়ে ১১টা) নৌকাডুবিতে নিখোঁজ কাউকে উদ্ধারের খবর পাওয়া যায়নি। নৌকাডুবির ঘটনায় সর্বশেষ বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।


পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তুষার কা‌ন্তি রায় ঢাকা পোস্টকে বলেন, নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধারের সম্ভাবনা খুবই ক্ষীণ। আমাদের ধারণা, বাকি নিখোঁজদের মরদেহ হয়তো নদীতে ভেসে গেছে অথবা বালির নিচে চাপা পড়তে পারে। যেমনটা গত বুধবার আমরা বালিতে চাপা পড়া একজনের মরদেহ উদ্ধার করেছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। তারা আমাদের আরও দুই দিন উদ্ধার কাজ চালিয়ে যেতে বলেছেন।


তিনি বলেন, সকাল ৬টায় আউলিয়ার ঘাট এলাকা থেকে তিনটি দলে বিভক্ত হয়ে প্রায় ৭০ জন উদ্ধারকর্মী ও রংপুর, রাজশাহী ও কুড়িগ্রামের ডুবুরি দল নদীর ভাটি অংশে সাঁড়াশি অভিযান চালাচ্ছেন। এছাড়া দেবীগঞ্জ, খানাসামা ও বীরগঞ্জের ইউনিট কাজ করছে সংশ্লিষ্ট এলাকায়।


জেলা প্রশাসনের জরুরি তথ্যকেন্দ্রের মতে, ৬৯ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ডুবে যাওয়া নৌকাটিতে ঠিক কতজন যাত্রী ছিল, তার সঠিক তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে এখনো তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও