![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-05%252Fd983e3ab-53fb-4708-914b-8330f16c3e80%252Fgdp.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
সংস্কার না হলে ২০২৬ সালে প্রবৃদ্ধি ৫ শতাংশে নামবে
২০৩৬-৪১ সালের প্রবৃদ্ধির প্রাক্কলন
সংস্কার না হলে প্রবৃদ্ধি ৫%
মোটামুটি সংস্কারে ৫.৯%
ভালো সংস্কার হলে ৭.৫%
সংস্কার লাগবে যেখানে
ব্যবসায় প্রতিযোগিতা সক্ষমতা; আর্থিক খাত এবং নগরায়ণ
সংস্কার না হলে ২০৩৬ সাল নাগাদ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ শতাংশে নেমে যাবে বলে মনে করে বিশ্বব্যাংক। আর মোটামুটি ধরনের সংস্কার হলে ৫ দশমিক ৯ শতাংশ এবং ভালো সংস্কার হলে সাড়ে ৭ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। একই সঙ্গে সংস্কার না হলে মাথাপিছু আয় বৃদ্ধির গতিও কমে যাবে বলে মনে করে বিশ্বব্যাংক।
বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাংকের ‘চেঞ্জ অব ফ্যাব্রিক’ প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে প্রতিবেদনটি নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিবেদনটির নানা দিক তুলে ধরেন বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ নোরা ডিহেল ও মুখ্য অর্থনীতিবিদের পরামর্শক জাহিদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।