কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইভিএম বিতর্ক: আস্থা অর্জনে যাচাই-বাছাই প্রয়োজন

www.ajkerpatrika.com মমতাজউদ্দীন পাটোয়ারী প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৩:২৬

আগামী নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ নিয়ে বিরোধিতা ও বিতর্ক লক্ষ করা যাচ্ছে। যাঁরা এই বিতর্ক ও বিরোধিতায় অংশ নিচ্ছেন, তাঁদের প্রায় সবাই ইভিএম বিষয়ে বিশেষজ্ঞ নন। অল্প কিছুসংখ্যক কম্পিউটার বিশেষজ্ঞ নির্বাচন কমিশনের ব্যবহৃত ইভিএমে কিছু ত্রুটি আছে বলে দাবি করছেন। অন্যদিকে যাঁরা এই ইভিএম তৈরি ও পর্যবেক্ষণ করেছেন, তেমন অনেক বিশেষজ্ঞ এই ইভিএমকে প্রায় ত্রুটিমুক্ত বলে অভিহিত করেছেন। অল্প কিছুসংখ্যক বিশেষজ্ঞ আঙুলের ছাপ মেলানোর ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের ভোটদানে সমস্যার কথা জানিয়েছেন। সে কারণে নির্বাচন কমিশন সেই সব ভোটারের ভোট গ্রহণের ব্যাপারে বিকল্প চিন্তা করছে বলে জানা গেছে।


ইভিএম নিয়ে সামগ্রিকভাবে বিএনপি ও এর জোট সদস্য দলগুলো বিরোধিতা করে আসছে। তারা নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়টিকে কারচুপির আয়োজন বলে অভিহিত করছে। সুজনসহ কয়েকটি বেসরকারি সংস্থা ইভিএমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। তবে এটিও বিশেষজ্ঞদের ইভিএম যাচাই-বাছাইয়ের অভিজ্ঞতার ফলাফল কি না, তা স্পষ্ট নয়। অন্যদিকে সরকারি দল আওয়ামী লীগ ও ১৪ দল নির্বাচনে ইভিএম ব্যবহারের সপক্ষে তাদের যুক্তি তুলে ধরে বলেছে, একদিকে প্রযুক্তির ব্যবহারের ফলে ভোট গ্রহণ ও ফলাফল প্রদানে সময় ও ঝামেলা কমে যাবে, অন্যদিকে ব্যালট পেপারে ভোট গ্রহণ ও ফলাফলে যথেষ্ট সময় ও ঝুঁকি রয়েছে, ব্যালট পেপারের অতীত অভিজ্ঞতাও ভালো নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও