তিন খাতে সংস্কার চায় বিশ্বব্যাংক
বর্তমান প্রবৃদ্ধি ধরে রাখতে বাংলাদেশকে তিনটি খাতে কার্যকর সংস্কার আনতে হবে। এই তিন চ্যালেঞ্জ উত্তরণ না হলে গত পাঁচ দশকে বাংলাদেশ যে উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে তা ঝুঁকিতে পড়বে। মাথাপিছু আয়ের যে বৃদ্ধি তা-ও কমে যাবে।
বিশ্বব্যাংক গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন সতর্কতা জানিয়েছে।
সংস্থাটি বলেছে, খাত তিনটি হলো—দুর্বল ও ঝুঁকিপূর্ণ আর্থিক খাত, রপ্তানি বাণিজ্য বহুমুখীকরণ এবং স্থিতিশীল নগরায়ণ।
‘বাংলাদেশ কান্ট্রি ইকোনমিক মেমোরেন্ডাম চেঞ্জিং অব ফেব্রিক’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে এই তিন খাতে সংস্কার না হলে ২০৩৫ থেকে ২০৪১ সালের মধ্যে মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৫ শতাংশে নেমে যেতে পারে। আর মোটামুটি ধরনের সংস্কার হলে ৫.৯ শতাংশ এবং কার্যকর সংস্কার হলে ৭.৫ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। এই তিন খাতে সংস্কার করতে পারলে উন্নয়ন আরো ত্বরান্বিত হবে এবং ভবিষ্যতে প্রবৃদ্ধি আরো টেকসই হবে বলে মনে করছে বিশ্বব্যাংক।
বিজ্ঞাপন