ফাইনাল খেলবে ব্রাজিল-ফ্রান্স, গুগলের ভবিষ্যদ্বাণী

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২, ২৩:০৮

ফুটবল বিশ্বকাপ শুরু হতে প্রায় দুই মাস বাকি। ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে, কারা ফাইনাল খেলবে তা নিয়ে। গুগলও ভবিষ্যদ্বাণী দিয়েছে কাতার বিশ্বকাপের ফাইনালিস্টের ব্যাপারে। জনপ্রিয় এই সার্চ ইঞ্জিনের মতে, কাতার বিশ্বকাপের ফাইনালিস্ট ব্রাজিল ও ফ্রান্স। 



‘লুসাইল স্টেডিয়াম ইভেন্টস’ লিখে অনলাইনে অনেকে সার্চ করেছিলেন। তখনই ‘ব্রাজিল-ফ্রান্স ফাইনাল’ নিয়ে ভুল তথ্য পেয়েছেন গুগল ব্যবহারকারীরা। সোমবার ‘অ্যাটাক ফুটবলেরো’ টুইটার অ্যাকাউন্ট থেকে তা শেয়ার করা হলে ব্যাপারটি দ্রুত ভাইরাল হয়ে যায়। 



এক প্রতিবেদনে দোহা নিউজ জানিয়েছে, ফুটবল ভক্তরা এটাকে ফিফা এবং ফুটবল বিশ্বের গণ্যমান্যদের সম্মিলিত ষড়যন্ত্র মনে করতে পারে। কেননা বিশ্বের সবচেয়ে ভরসাযোগ্য সার্চ ইঞ্জিন এমন শিশুতোষ ভুল করেছে।



ঘণ্টাখানেকের মধ্যে অবশ্য গুগল ভুল শুধরে ফেলে। লন্ডনভিত্তিক সংবাদ সংস্থা ‘দ্য নিউ আরব’ কাতার বিশ্বকাপের ১৮ ডিসেম্বরের ফাইনালিস্ট হিসেবে অবশ্য ‘টিবিসি ভার্সেস টিবিসি’ লেখা দেখতে পেয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও