কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


কি-বোর্ডের F1- F12 বাটন দিয়ে যেসব কাজ করা যায়

কি-বোর্ডের একেবারে উপরের দিকে F1 থেকে F12 পর্যন্ত পরপর কয়েকটি অপশন থাকে। এই বাটন বা ‘কী’গুলোর কী কাজ যদি জানেন কম্পিউটারের কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে। এবং আপনি হবেন একজন স্মার্ট কম্পিউটার অপারেটর।

F1: প্রায় সব প্রোগ্রামেরই হেল্প স্ক্রিন খুলে যায় এই কী টিপলে। অর্থাৎ, আপনি কোনো একটি প্রোগ্রাম সম্পর্কে জানেন না। F1 টিপলেই সংশ্লিষ্ট প্রোগ্রামের বিস্তারিত তথ্য ও প্রশ্নোত্তর পাবেন। এজন্য একটি স্ক্রিন খুলে যাবে।

F2: কোনো একটি ফাইল বা ফোল্ডারের rename দিতে চাইলে, অনেকেই মাউসের সাহায্য নেন। শর্টকাট উপায় হলো F2 কী। মাউসের প্রয়োজনই পড়বে না। F2 কী চেপে rename অপশন পেয়ে যাবেন।

F3: কোনো একটি অ্যাপ্লিকেশনের (সেই মুহূর্তে যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছেন) সার্চ ফিচার খুলে যায় এই কি টিপলে।

F4: উইন্ডো বন্ধ করার জন্য F4 দারুণ শর্টকাট। Alt+F4 টিপলে অ্যাক্টিভ উইন্ডো বন্ধ হয়ে যাবে।

F5: কোনো একটি পেজ রিফ্রেশ বা রিলোড করতে গেলে অযথা মাউস নাড়াচড়ায় সময় নষ্ট না করে F5 টিপে দিন।

F6: এই কী চাপলে ইন্টারনেট ব্রাউজারে কারসার সোজা চলে যায় অ্যাডড্রেস বার-এ।

F7: মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, ডকুমেন্ট বা অন্য কোনো অ্যাপ্লিকেশনে কিছু লেখার পর বানান ও ব্যাকরণগত কোনো ভুল থাকলে ধরিয়ে দেবে F7। এটি স্পেলিং ডায়ালগ ওপেন করার বহুল ব্যবহৃত শর্টকাটও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন