স্বর্ণ ছিনতাইয়ে পুলিশ, আতঙ্কে ব্যবসায়ীরা

বাংলা ট্রিবিউন তাঁতীবাজার, পুরান ঢাকা প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৮

সম্প্রতি স্বর্ণ ছিনতাইয়ের বেশ কয়েকটি ঘটনায় পুলিশ সদস্যদের জড়িত থাকা নিয়ে শঙ্কার সৃষ্টি করেছে। এতে ব্যবসায়ীরা হয়ে পড়েছেন আতঙ্কিত। খোদ বাহিনীর সদস্যদের মধ্যে তৈরি হয়েছে অস্বস্তি। পুলিশের অনেক কর্মকর্তাই বিব্রতকর পরিস্থিতিতে রয়েছেন সদস্যদের এ ধরনের অপতৎপরতা নিয়ে।


যদিও সম্প্রতি স্বর্ণ ছিনতাইয়ের সঙ্গে পুলিশ সদস্যদের জড়িত থাকার একাধিক ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষ যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আস্থার জায়গা হিসেবে মনে করে, সেই পুলিশ বাহিনীর সদস্যদের এ ধরনের কর্মকাণ্ড জনমনে আরও ভীতির সৃষ্টি করেছে। এ ধরনের কর্মকাণ্ডের দায় বাহিনী এড়াতে পারে না।


রাজধানীর তাঁতী বাজারে স্বর্ণকারদের অসংখ্য দোকান। বিভিন্ন জায়গা থেকে স্বর্ণ আনা-নেওয়া করা হয় সেখানে। ব্যবসায়ীরা স্বর্ণ আনা-নেওয়ার কাজটি মোটামুটি গোপনেই করেন। এরপরও অনেক সময় বিভিন্ন মাধ্যমে এসব তথ্য বিভিন্ন ছিনতাকারী চক্রের কাছে চলে যায়। ছিনতাইকারী চক্রগুলোর সঙ্গে পুলিশের অসাধু কিছু সদস্যের সখ্য রয়েছে।


Advertisement


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও