কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পার্থ-অর্পিতার পূজা কাটবে গারদেই

ঢাকা পোষ্ট পশ্চিমবঙ্গ প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৯

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও তার ‘ঘনিষ্ট’ অর্পিতা মুখোপাধ্যায়ের জেল হেফাজতের মেয়াদ বাড়ল। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন দেশটির বিশেষ সিবিআই আদালতের বিচারক।


শুধু দুর্গাপূজা নয়, কালীপূজা ও ভাইফোঁটা জেলেই কাটাতে হবে পার্থ ও অর্পিতাকে। এক মাসেরও বেশি সময় জেল হেফাজতে কাটাতে হবে পার্থ ও অর্পিতাকে। অর্থাৎ, আদালতের যা নির্দেশ, তাতে গোটা উৎসবের সময়টা জেলেই কাটাতে হবে তাদের।


বুধবার ভার্চুয়াল শুনানিতে পার্থর আইনজীবী আদালতে জামিনের আবেদন জানান। অপর দিকে অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের আবেদন না করা হলেও, তিনি মায়ের সঙ্গে কথা বলার অনুমতি চান। অর্পিতার এই আবেদন অবশ্য মঞ্জুর করেছে আদালত। অর্পিতা যাতে তার মায়ের সঙ্গে কথা বলতে পারেন, তার জন্য আলিপুর নারী সংশোধনাগারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে সংশোধনাগারে গিয়ে পার্থ ও অর্পিতাকে জেরা করার অনুমতি দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও