You have reached your daily news limit

Please log in to continue


একের পর এক ছবি ফ্লপ, পারিশ্রমিক কমাতে বাধ্য হলেন এই বলিউড অভিনেতা

২০১৭ থেকে ২০১৯—স্বপ্নের মতো তিনটি বছর কাটিয়েছেন। উপহার দিয়েছেন ‘বেরেলি কি বরফি’, ‘আন্ধাধুন’, ‘বাধাই হো’, ‘ড্রিম গার্ল’, ‘বালা’র মতো একের পর এক হিট ছবি। টানা ছবি হিট, স্বভাবতই নিজের পারিশ্রমিক বাড়িয়েছিলেন আয়ুষ্মান খুরানা। অভিনেতা দ্বিগুণ পারিশ্রমিক বাড়িয়েছেন, সে সময় এমন খবরও রটে। তবে দ্রুতই মুদ্রার উল্টো পিঠও দেখতে হলে আয়ুষ্মানকে। পরপর ছবি ফ্লপ হওয়ায় নিজের পারিশ্রমিক কমাতে বাধ্য হয়েছেন তিনি।

কোভিডের পর থেকেই বক্স অফিসে আয়ুষ্মানের ছবি সেভাবে ব্যবসা করতে পারছে না। ‘চণ্ডীগড় করে আশিকী’ থেকে চলতি বছর মুক্তি পাওয়া ‘অনেক’ ততটা চলেনি। ফল, পারিশ্রমিকও কমাতে হয়েছে অভিনেতাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন