জামদানি শাড়ির যত্ন নেবেন যেভাবে
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩০
দামি ও শখের জামদানি শাড়িটি দীর্ঘদিন পর আলমারির তাক থেকে বের করে দেখলেন ফেঁসে গেছে জায়গায় জায়গায়। এমন পরিস্থিতি এড়াতে জামদানি শাড়ির যত্ন নিতে হবে শুরু থেকেই। অন্যান্য শাড়ির মতো যত্ন করলে এই শাড়ি ভালো থাকে না। জামদানি শাড়ির যত্নে কিছু বিশেষ টিপস মেনে চলা জরুরি।
বাসায় ধোবেন না
সুতি হোক কিংবা হাফসিল্ক হোক, জামদানি শাড়ি কোনোভাবেই বাসায় ধোওয়া যাবে না। জামদানি বোনার আগে সুতায় মাড় দেওয়া হয়। পানি লাগলে তাই সুতাগুলো আলাদা হয়ে শাড়ি নষ্ট হয়ে যায়। শাড়ি লন্ড্রিতে দিয়ে কাটা ওয়াশ করাবেন।
বিজ্ঞাপন
- ট্যাগ:
- লাইফ
- জামদানি
- জামদানি শাড়ি
- শাড়ি সাজ