ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া। বক্স অফিসে ঝড় তোলা সিনেমা ‘বাহুবলী’তে অভিনয় করে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পান। সম্প্রতি তাকে দেখা গেছে ‘বাবলি বাউন্সার’ নামের একটি হিন্দি সিনেমায়। যেখানে একেবারে ব্যতিক্রম চরিত্রে হাজির হয়েছেন এ অভিনেত্রী।
এই সিনেমার গল্প এমন একটি এলাকার, যেখানে বেশিরভাগ মানুষ কুস্তীগির। বাবলি তথা তামান্না নিজেও ছোটবেলা থেকেই কুস্তীর প্রশিক্ষণ নিয়েছেন। এমন চরিত্রে অভিনয়ের জন্য শারীরিক দিক থেকেও নিজেকে পরিবর্তন করতে হয়েছে তামান্নার।
এ প্রসঙ্গেই চলে আসে নায়িকা-অভিনেত্রী বিষয়টি। সিনেমার পর্দায় বরাবরই নায়িকাদের একটি গৎবাঁধা ছকে উপস্থাপন করা হয়। তবে সেই ছক সাম্প্রতিক সময়ে ভেঙে গেছে বলে মনে করেন তামান্না ভাটিয়া। তিনি জানান, ছোটবেলায় যখন অভিনয় শুরু করেছিলেন, তখন দেখেছেন, নায়িকাদের একটি নির্দিষ্ট ঢঙে দেখানো হতো।
You have reached your daily news limit
Please log in to continue
আগে নায়িকাদের নির্দিষ্ট ছকে দেখানো হতো: তামান্না
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন