দেশে সিজারিয়ান অস্ত্রোপচার ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে: বিআইডিএস
www.tbsnews.net
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩১
দেশে 'সি-সেকশন' তথা সিজারিয়ান অস্ত্রোপচারের মাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) 'ম্যাসিভ বুম অফ সি-সেকশন ডেলিভারি ইন বাংলাদেশ: এ হাউসহোল্ড লেভেল অ্যানালাইসিস (২০০৪-২০১৮)' শীর্ষক এক সেমিনারে এ তথ্য জানানো হয়। বিআইডিএস মহাপরিচালক ড. বিনায়ক সেনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন বিআইডিএস রিসার্চ ফেলো ড. মোঃ আব্দুর রাজ্জাক সরকার।
সমীক্ষায় এসেছে, বাংলাদেশসহ পুরো বিশ্বেই সিজারিয়ান অস্ত্রোপচারের হার দ্রুত বাড়ছে। দেশে সি-সেকশনের প্রবণতা মূল্যায়ন এবং পেছনের কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে এই সমীক্ষায়।