বছরের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের
নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ও অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতিটাও ভালোভাবে সেরে নিল বাংলাদেশ। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সংযুক্ত আরব আমিরাতকে ধবলধোলাই করেছেন নুরুল হাসান সোহানরা। এই বছরের এটি প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয় তাঁদের। দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩২ রানের সহজ জয় পেয়েছে বাংলাদেশ।
১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেটে ১৩৭ রানে থামে আমিরাত। এর আগে টসে হেরে বাংলাদেশ ৫ উইকেটে করে ১৬৯ রান।প্রথম ম্যাচে আমিরাত খুব কাছে গিয়ে হেরেছিল। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামা বাংলাদেশি বোলারদের সামনে সুবিধা করতে পারেনি তারা। লড়াই বলতে কেবল অধিনায়ক চুনডাঙ্গাপোয়িল রিজওয়ান ও বাসিল আহমেদের ৯০ রানের জুটি। তবে তা কেবল হারের ব্যবধানটুকু কমাতে পেরেছে। ২৯ রানে ৪ উইকেট হারানার পর তাঁদের জুটিতে এগোলেও লড়াই দেখাতে পারেনি আমিরাত। চুনডাঙ্গাপোয়িল অপরাজিত ছিলেন ৫১ রানে। বাসিল করেন ৪২ রান। বাংলাদেশের হয়ে ২ ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট নেন মোসাদ্দেক হোসেন সৈকত। তাসকিন আহমেদ ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ১ উইকেট।
- ট্যাগ:
- খেলা
- টি-টোয়েন্টি
- ম্যাচ জয়