![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-09%252Fb9541f7c-8898-4a51-a647-40925815bc08%252Freferendum.webp%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
গণভোট শেষ, রাশিয়াতে যোগ দেওয়ার পক্ষে ‘বিপুল ভোটের’ আভাস
রুশ বাহিনীর দখলে থাকা ইউক্রেনের চার অঞ্চলে গণভোট শেষ হয়েছে মঙ্গলবার। গত শুক্রবার শুরু হয়ে পাঁচ দিন চলে এই ভোট গ্রহণ। ভোটে ওই অঞ্চলগুলোর অধিকাংশ বাসিন্দা রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছেন বলে রুশ গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। ভোটের ফল প্রকাশ করা হতে পারে বুধবার। এরই মধ্যে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আগামী শুক্রবারই ভোট হওয়া অঞ্চলগুলোকে রুশ ফেডারেশনে যুক্ত করার ঘোষণা দিতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইউক্রেন যুদ্ধে সম্প্রতি যখন রুশ সেনাদের নাস্তানাবুদ হওয়ার খবর আসছিল, তখন আচমকাই ওই অঞ্চলগুলোতে গণভোট আয়োজনের ঘোষণা দেয় ক্রেমলিন। সে অনুযায়ী আপাতত খেরসন, জাপোরিঝঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে ভোট হচ্ছে। এ অঞ্চলগুলো পুরোপুরি বা আংশিক মস্কোর নিয়ন্ত্রণে।
ভোটাভুটির ফল নিজেদের পক্ষে গেলে অঞ্চলগুলো রাশিয়ার সঙ্গে যুক্ত করা হতে পারে। তবে ফল কী হবে, তা আগে থেকেই ক্রেমলিন ঠিক করে রেখেছে বলে দাবি যুক্তরাষ্ট্র ও দেশটির পশ্চিমা মিত্রদের। শুরু থেকে তারা এ ভোটকে ‘ভাঁওতাবাজি’ আখ্যা দিয়েছে।