মা ‘নিখোঁজ’, ‘লাশ শনাক্ত’ ও উদ্ধার নিয়ে যা বললেন মরিয়ম মান্নান
‘আমি শুধু মাকে খুঁজেছি। খুঁজতে গিয়ে যা যা ভুল হয়েছে, তার জন্য মাফ চাই। অনেকের মন্তব্য শুনে মনে হচ্ছে, ফুলপুরের লাশটা আমার মায়ের হলেই তাঁরা খুশি হতেন।’ প্রায় এক মাস ধরে মায়ের সন্ধান চেয়ে সভা–সমাবেশ করে আসা মরিয়ম মান্নান তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের জবাবে এ কথা বলেছেন। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মা রহিমা বেগমকে চিকিৎসক দেখাতে নিয়ে গিয়েছিলেন মরিয়ম মান্নান। সেখানে তাঁর সঙ্গে কথা হয় প্রথম আলোর।
মরিয়ম মান্নান বলেন, ‘মা আত্মগোপনে গিয়ে থাকলে তাঁকে খোঁজা আমার ঠিক হয়নি। তবে তার আগে প্রমাণ হতে হবে, মা আত্মগোপনে গিয়েছিলেন নাকি অপহরণের শিকার হয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে নিয়ে যেভাবে ট্রল করা হচ্ছে, তাতে আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। আমার পেশাগত ও ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তিনি জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত যথাযথভাবে হলে তাঁদের পক্ষেই সত্য প্রকাশ পাবে।
সত্যটা কী, আপনার মা তাঁর ‘নিখোঁজ’ থাকার বিষয়ে কিছু বলেছেন—এমন প্রশ্নের জবাবে মরিয়ম বলেন, ‘মা অসুস্থ। ঘটনা নিয়ে মাকে এখনো অনেক কিছু জিজ্ঞেস করিনি। যতটুকু শুনেছি, তাতে মনে হচ্ছে তিনি অপহরণেরই শিকার হয়েছিলেন। আমারও অনেক প্রশ্নের উত্তর জানা বাকি।’