কলকাতা সাজছে পুজোর সাজে
কলকাতার দুর্গাপূজা তো এক মহোৎসব। এবার সেখানে জাতিসংঘের সংস্থা ইউনেসকো এই ঐতিহ্যবাহী দুর্গোৎসবকে বিশ্বের ঐতিহ্যের তালিকায় তুলেছে। তাই এই উৎসবের তেজ, আনন্দ বেড়ে গেছে বহুগুণ। কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে উদ্যাপিত হচ্ছে নতুন ভাবনা আর উৎসাহ নিয়ে। চলছে বিভিন্ন পূজা কমিটির মধ্যে মণ্ডপ আর দুর্গাপ্রতিমা নির্মাণে অভিনবত্ব নিয়ে প্রতিযোগিতা। প্রতিমার নির্মাণশৈলী নিয়ে প্রতিযোগিতা। ভাবনার লড়াই।
এবার কলকাতার ঐতিহ্যবাহী বাগবাজার দুর্গোৎসব কমিটি ১ অক্টোবর সন্ধ্যায় উৎসবের সূচনা করবে আকাশে ৫০০টি কৃত্রিম ড্রোন উড়িয়ে। ওই ড্রোনের সংযুক্ত আলোকচ্ছটায় আকাশে ভেসে উঠবে কখনো দুর্গার মুখ, আবার কখনো দুর্গার পরিবারের অন্যান্য দেবতার মুখ। আর এই বিশেষ ড্রোনের আলোকচ্ছটার জন্য মুম্বাইয়ের একটি কোম্পানিকে দায়িত্ব দিয়েছে বাগবাজার পূজা কমিটি।
আবার বনগাঁয়ের মৃতপ্রায় ইছামতী নদীর কচুরিপানাকে থিম করে পূজার মণ্ডপ বানিয়েছে ইছামতী শারদোৎসব কমিটি। উত্তর কলকাতার নামী পূজা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবার থিম করেছে ভ্যাটিকান সিটিকে।