You have reached your daily news limit

Please log in to continue


চা বেচে প্রধানমন্ত্রী হওয়া যায়, আর বলিউডে কাজ করে মুখ্যমন্ত্রী হওয়া যাবে না? প্রশ্ন রাখীর

নরেন্দ্র মোদী যদি দেশের প্রধানমন্ত্রী হয়ে থাকতে পারেন এত দিন, তা হলে এত বছর বলিউডে থেকে তিনি কেন মুখ্যমন্ত্রী হতে পারবেন না? প্রশ্ন তুললেন রাখী সবন্ত। সম্প্রতি বর্ষীয়ান বলিউড অভিনেত্রী হেমা মালিনী গেরুয়া শিবিরে মন্ত্রিত্ব পাওয়ার পরই এই চমকপ্রদ প্রতিক্রিয়া রাখীর।

দু’বছর পর লোকসভা ভোট। দেখা যাচ্ছে, বলিউড অভিনেত্রীদের মধ্যে এখন থেকেই খুচখাচ তরজা চলছে। রাখী ইতিমধ্যেই ঘোষণা করে দিলেন তিনি ২০২৪-এর সাধারণ নির্বাচনে লড়তে চলেছেন। সেটা গায়ের ঝাল মেটাতে নাকি সত্যি সত্যি সে বিষয়ে যদিও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পরম্পরা লক্ষ করলে দেখা যায়, কিছু দিন আগেই হেমা এক সাংবাদিক বৈঠকে তাচ্ছিল্য করে রাখীর নাম উল্লেখ করেছেন। বলেছিলেন, “বলা যায় না, ভোটে দাঁড়ানোর হিড়িকে রাখী সবন্তও হয়তো নির্বাচনে লড়তে চাইবেন!” তারই প্রত্যুত্তরে সোমবার মুখ খুললেন রাখী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন