কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্ববাজারে তেলের দাম ৯ মাসে সর্বনিম্ন

সমকাল প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫১

বৈশ্বিক অর্থনৈতিক মন্দার উদ্বেগের মধ্যে ধীরে ধীরে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। চলতি বছরের জানুয়ারির পর প্রথমবারের মতো অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৮৫ ডলারের নিচে নেমেছে। যা গত ৯ মাসের মধ্যে সর্বনিম্ন দামের রেকর্ড।


সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ১০ মিনিটে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম এক শতাংশ বা ব্যারেলপ্রতি ৮২ সেন্ট কমে ৮৫ দশমিক ৩৩ ডলারে দাঁড়িয়েছে। তবে লেনদেনের একপর্যায়ে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৫১ ডলারে নেমে গিয়েছিল, যা গত ১৪ জানুয়ারির পর থেকে সর্বনিম্ন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও