জেলা পরিষদ নির্বাচন: নড়াইলে প্রতীক নিতে গিয়ে সংঘর্ষে প্রার্থীর সমর্থকরা
নড়াইলে জেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দের সময় চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান।
সংঘর্ষের জন্য এক প্রার্থী অপর প্রার্থীর সমর্থকদের ওপর দোষ চাপাচ্ছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, বেলা ১১টার সময়ে জেলা প্রশাসকের হলরুমে প্রতীক বরাদ্দ শুরু হয়। প্রথমে সংরক্ষিত মহিলা ও পরে পুরুষ ওয়ার্ডের কার্যক্রম শুরু হলে প্রার্থী ও তাদের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।