‘উৎকোচ নেওয়ার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে রাজউক’
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) একটি উৎকোচ (ঘুষ) নেওয়ার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের (কল্যাণপুর, পাইকপাড়া) কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান। আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইএবি) সেন্টারে অনুষ্ঠিত ‘অংশীজন সম্মেলনে’ তিনি এ অভিযোগ করেন।
গত ২৩ আগস্ট পাস হওয়া ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) নিয়ে নিজেদের মূল্যায়ন ও প্রতিক্রিয়া জানাতে সম্মেলনটির আয়োজন করেছিল আইএবি। সম্মেলনে দেওয়ান আবদুল মান্নান বলেন, ঢাকা মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) নিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) তামাশা করছে। আগে যেখানে আটতলা বাড়ি করা যেত, বর্তমান ড্যাপ অনুযায়ী সেখানে চারতলা বাড়ি করা যাবে। এতে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ৩ সপ্তাহ আগে
৮ মাস, ৩ সপ্তাহ আগে
৮ মাস, ৩ সপ্তাহ আগে
৮ মাস, ৩ সপ্তাহ আগে