হাজারীবাগে বিএনপির সমাবেশ শুরুর আগেই আ. লীগের সঙ্গে সংঘর্ষ

ডেইলি স্টার হাজারীবাগ থানা প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৭

রাজধানীর হাজারীবাগে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।


আজ সোমবার দুপুর আড়াইটার দিকে বিএনপির সমাবেশ শুরু হওয়ার আগেই হাজারীবাগের টালি অফিস রোডে এ সংঘর্ষ বাধে।


ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এহসানুল ফেরদৌস বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।


তিনি বলেন, 'বিএনপি নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে মিছিল করে সমাবেশ স্থলের দিকে যাচ্ছিল। মিছিলটি হাজারীবাগের টালি অফিস রোডে এলে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা হয় বলে শুনেছি। এ ঘটনায় বিএনপির দু-একজন আহত হয়ে থাকতে পারেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও