You have reached your daily news limit

Please log in to continue


দেশেই ফিস্টুলার উন্নত চিকিৎসা

ফিস্টুলা থেকে পরিত্রাণের জন্য এখন আর ভারত বা সিঙ্গাপুর যাওয়ার প্রয়োজন নেই। দেশেই এখন এ রোগের মানসম্মত চিকিৎসা হচ্ছে। ফিস্টুলা বা ফিস্টুলা ইন এনো পায়ুপথের একটি রোগ। যাকে প্রচলিত ভাষায় নালিও বলা হয়। এটি দেখতে নালির মতো, যার একটি মুখ পায়ুপথের বাইরে থাকে, আর একটি মুখ থাকে পায়ুপথের ভেতরের দিকে। এই নালি দিয়ে পুঁজ, রক্ত ইত্যাদি বের হতে থাকে। তারপর ফুলে যাওয়া, ব্যথা করা, পায়খানা করতে সমস্যা ইত্যাদি হতে পারে। বিষয়টি কখনো কখনো বড় উপদ্রবের বিষয় হয়ে দাঁড়ায়।

প্রচলিত চিকিৎসা 

আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এটির প্রচলিত সমাধান হচ্ছে ফিস্টুলোটমি ও ফিস্টুলোকস্টমি। এতে পুরো নালি কেটে ফেলা হয়। এর ফলে বড় একটি ক্ষত তৈরি হয়। সেটি ড্রেসিং করে ভালো করতে হয়। এই ক্ষত শুকাতে দুই থেকে তিন মাস পর্যন্ত সময় লাগে। হাই লেভেল ফিস্টুলা হলে তিন থেকে চার ধাপে অপারেশন করাতে হয়। ফলে রোগীদের অনেক কষ্ট করতে হয়। একাধিক অপারেশন করাতে রোগীদের অনেক অর্থও ব্যয় করতে হয়। এই অপারেশনের একটি পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে, মল ধরে রাখতে সমস্যা হয়। সিটন পদ্ধতি নামেও ফিস্টুলার একটি অপারেশন পদ্ধতি আছে। জটিল ফিস্টুলার ক্ষেত্রে এ পদ্ধতিতে দুই তিন ধাপে অপারেশন করা হয়। প্রতিটি ধাপের মধ্যবর্তী পর্যায়ে ৭ থেকে ১০ দিন বিরতি দেওয়া হয়। সাধারণত কোমরের নিচ থেকে অবশ করে অপারেশন করা হয়। এক-দুই দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়। ফিস্টুলা অপারেশনের পর ঘা শুকাতে চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে । যেকোনো অপারেশনের পর সে জায়গাটি সম্পূর্ণ জীবাণুমুক্ত রাখতে তা ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখা হয়। কিন্তু পায়ুপথের কোনো অপারেশন সম্পূর্ণ জীবাণুমুক্ত করে  শেষ করা সম্ভব হয় না। কারণ সেখানে স্বাভাবিকভাবে কোটি কোটি জীবাণু থাকে। এ জন্য প্রতি মুহূর্তে অপারেশনের জায়গাটিতে জীবাণুর সংক্রমণ হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন