কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চাপে ব্যাটিং করতে ভালো লাগে আফিফের

প্রথম আলো প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪৩

আফিফ হোসেনের আন্তর্জাতিক ক্যারিয়ার খুব বেশি দিনের নয়, মাত্র সাড়ে চার বছরের। এই অল্প সময়েই অনেকবার বাংলাদেশকে ব্যাটিং বিপর্যয়ে পড়তে দেখেছেন। যার অনেক ম্যাচে হাল ধরে ভাঙা ইনিংস মেরামতও করেছেন। এভাবে প্রায়ই দলকে বিপদ থেকে উদ্ধার করতে করতে এখন চাপ জিনিসটা সয়ে গেছে আফিফের। এখন তিনি চাপটা উপভোগই করেন।


দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে কাল আরেকবার চাপ সামলানোর সামর্থ্য দেখিয়েছেন আফিফ। প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ দল ৭৭ রানেই হারিয়ে ফেলেছিল ৫ উইকেট। এরপরও যে ২০ ওভার শেষে বাংলাদেশ ১৫৮ রান তুলতে পেরেছে, এর কৃতিত্ব বাঁহাতি এই ব্যাটসম্যানের।

সাকিব আল হাসান না থাকায় এই সিরিজে দলকে নেতৃত্ব দেওয়া নুরুল হাসানকে নিয়ে ষষ্ঠ উইকেটে গড়েছেন অবিচ্ছিন্ন ৮১ রানের জুটি। ৫৫ বল খেলে ৭৭ রানে অপরাজিত থাকেন আফিফ। ১৪০ স্ট্রাইক রেটের ইনিংসটিতে বাউন্ডারি থেকে নিয়েছেন ৪৬ রান (৭টি চার ও ৩টি ছয়)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও