আঙুলের ছাপে দরজা খুলবে স্মার্ট তালা

প্রথম আলো প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৫

মনের ভুলে ঘরে চাবি রেখে বাইরে গেলেও সমস্যা নেই আর। স্মার্ট তালার নির্দিষ্ট স্থানে আঙুলের ছাপ দিলেই খুলে যাবে দরজা। হ্যালো টাচ কনটেমপোরারি নামের স্মার্ট তালাটি তৈরি করেছে কুইকসেট। একসঙ্গে ৫০ জনের আঙুলের ছাপ শনাক্ত করার সুযোগ থাকায় ঘরের পাশাপাশি বিভিন্ন অফিসে ব্যবহার করা যায় স্মার্ট তালাটি।


ওয়াই-ফাই প্রযুক্তিসুবিধা থাকায় অ্যাপের মাধ্যমে খোলা বা বন্ধের সময় নির্ধারণ করা যায় স্মার্ট তালাটি। ফলে রাতের বেলা চাইলেও কোনো ব্যক্তি তালা খুলতে পারবেন না। অ্যালেক্সা ও গুগলের ভার্চ্যুয়াল সহকারী সেবা ব্যবহারের উপযোগী স্মার্ট তালাটির দাম ২৩৫ মার্কিন ডলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও