কম ভাড়ায় যাত্রী টানছে বিমান, নাখোশ বেসরকারি এয়ারলাইন্সগুলো
বর্তমানে দেশে একটি সরকারি, দুটি বেসরকারি এয়ারলাইন্স অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহন করছে। গত কয়েক মাসে জেট ফুয়েলের দাম অস্বাভাবিক বাড়ায় বেশ বিপাকে আছে এয়ারলাইন্সগুলো। বেসরকারি এয়ারলাইন্সগুলো দফায় দফায় বাড়িয়েছে ভাড়া। তবে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একই সময়ে তুলনামূলক বেশ কম ভাড়ায় যাত্রী পরিবহন করছে। এতে প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খাচ্ছে বেসরকারিখাতের এয়ারলাইন্স দুটি।
বেসরকারি এয়ারলাইন্সগুলোর দাবি, তারা যাত্রী পরিবহনে প্রতিটি ফ্লাইটে বড় অংকের ভর্তুকি দিচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে, বিমান কম টাকায় ভালো সেবা দেওয়ার চেষ্টা করছে। এটা তাদের বিজনেস পলিসি। এতে বিমানে যাত্রী ও রাজস্ব আয়ও বাড়ছে।
দেশের অভ্যন্তরীণ বিভিন্ন রুটে এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা ও নভোএয়ার যাত্রী পরিবহন করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পর্যটন নগরী কক্সবাজারে সর্বনিম্ন ভাড়া চার হাজার ৮শ টাকা, চট্টগ্রামে তিন হাজার ৭শ টাকা, সিলেটে তিন হাজার ৫শ টাকা, রাজশাহীতে তিন হাজার ৫শ টাকা, সৈয়দপুরে তিন হাজার ৪৯০ টাকা, যশোরে তিন হাজার ১৯৫ টাকা ও বরিশালে তিন হাজার টাকায় যাত্রী পরিবহন করছে। এর মধ্যে কেউ ক্রেডিট কার্ডে টিকিটের টাকা পরিশোধ করলে মিলছে ১০ শতাংশ ভাড়া ছাড়।