You have reached your daily news limit

Please log in to continue


অদিতাকে হত্যার বর্ণনায় যা বলল রনি

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতাকে (১৪) হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রধান আসামি সাবেক গৃহশিক্ষক আবদুর রহিম রনি (২০)।


শনিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এমদাদের আদালতে আসামি রনির ১৬৪ ধারা জবানবন্দি রেকর্ড করা হয়।

রনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলে- সে বারবার চেষ্টা করেও অদিতাকে চুমো খেতে না পেরে তার ওড়না দিয়ে হাত বেঁধে ফেলে তাকে বিবস্ত্র করে। তারপরও তার প্রতিরোধে তাকে ধর্ষণ করতে পারেনি। তখন এ ঘটনা সবাইকে জানিয়ে দেবে- এই ভয়ে অদিতাকে বালিশচাপা দিয়ে হত্যা করে রনি। তারপর অদিতার মৃত্যু নিশ্চিত করার জন্য পাকঘর থেকে ছুরি এনে তার গলা কেটে ও হাতের রগ কাটে। পরে বাহির থেকে ঘরে তালা মেরে চলে যায়।

জিজ্ঞাসাবাদে রনি আরও জানায়, সে ক্রাইম পেট্রোল দেখে হত্যাকাণ্ডের কৌশল অবগত করেছে। সেভাবেই অদিতাকে সে হত্যা করে।

এ খবর নিশ্চিত করে পুলিশ সুপার শহিদুল ইসলাম আবেগাপ্লুত হয়ে জানান, আমার মেয়েও অষ্টম শ্রেণির ছাত্রী। অথচ আমরা এ সমাজের হয়ে অদিতাকে বাঁচাতে পারলাম না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন