কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভূরুঙ্গামারীতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ৫ শিক্ষকসহ ছয়জন সাময়িক বরখাস্ত

প্রথম আলো কুড়িগ্রাম প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২, ২১:৪৪

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের পাঁচজন শিক্ষক ও একজন পিয়নকে সাময়িক বরখাস্ত করেছে ব্যবস্থাপনা কমিটি।


গত বৃহস্পতিবার তাঁদের সাময়িক বরাখাস্ত করা হয়। আজ রোববার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।


সাময়িক বরখাস্ত হওয়া ছয়জন হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব লুৎফর রহমান, শিক্ষক জোবাইর হোসেন, আমিনুর রহমান, হামিদুর রহমান, সোহেল আল মামুন ও পিয়ন সুজন মিয়া।


প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়িত্বে অবহেলা আছে কি না, জানতে চেয়ে গত বুধবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপক কুমার দেব শর্মাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এর জবাব দেওয়ার শেষ দিন ছিল আজ রোববার। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত  ইউএনও নোটিশের জবাব দেননি বলে জানিয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের একটি সূত্র।


এ ঘটনায় দিনাজপুর শিক্ষা বোর্ডের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলামের কাছে গতকাল শনিবার প্রতিবেদন জমা দিয়েছে।


এ বিষয়ে জানতে চাইলে নেহাল উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার বিদ্যালয়ের ওই পাঁচজন শিক্ষক ও একজন পিয়নকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় বিদ্যালয়ের ব্যবস্থাপরা কমিটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও