কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পূজার সাজে কুমকুম

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২, ২০:২৯

এক সময় কুমকুমের ছোঁয়া ছাড়া কনের সাজে আসতো না পূর্ণতা। আশি ও নব্বই দশকের সময়টাতে সাদা ও লাল কুমকুমের সাহায্যে কনের কপালজুড়ে সাজানো হতো জমকালো নকশা। দাদি, নানি বা খালাদের সাজের সরঞ্জামে থাকতো প্লেটে সাজানো বিভিন্ন রঙের কুমকুম। এখন কুমকুম দিয়ে সাজার প্রচলন কমে গেছে অনেকটাই।


কুমকুমের প্রচলব সর্বপ্রথম শুরু হয় ভারতে। ধর্মীয় উৎসবগুলোতে রঙ খেলার জন্য ব্যবহৃত পাউডার রঙ তরল করে বিক্রি শুরু হয় ছোট ছোট কৌটায়। অনেকে সিঁদুর হিসেবেও ব্যবহার করেন লাল ও মেরুন কুমকুম।


পূজার সাজে কুমকুমের টিপ পরতে পারেন। কুমকুমের সাহায্যে বিভিন্নভাবে নতুনত্ব নিয়ে আসা যায় টিপের নকশায়। কুমকুমের সঙ্গেই দেওয়া থাকে তুলি। সেগুলো দিয়ে চমৎকার সব নকশা করে ফেলতে পারেন কপালে। মাঝে লাল রঙের বড় গোল টিপ পরে চারদিকে কুমকুম দিয়ে সাজিয়ে নিতে পারেন। পূজার ঐতিহ্যবাহী সাজের সঙ্গে বেশ মানিয়ে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও