![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2019November/soma-nnn-20220925181920.jpg)
সোমালিয়ায় সামরিক ঘাঁটিতে আত্মঘাতী হামলা
সোমালিয়ার রাজধানী মোগাদিশুর কাছাকাছি অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে এক সেনা নিহত এবং আরও কমপক্ষে ছয়জন আহত হয়েছে। এক আত্মঘাতী ওই সামরিক ঘাঁটিতে গিয়ে নিজেকে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়েছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় রোববার (২৫ সেপ্টেম্বর) সেনা সদস্যের ছদ্মবেশে হামলা চালায় ওই আত্মঘাতী।
তিনি বলেন, আমরা আমাদের এক সেনা সদস্যকে হারিয়েছি। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। একটি চেক পয়েন্টে ওই আত্মঘাতী নিজের সঙ্গে থাকা বিস্ফোরকে বিস্ফোরণ ঘটায়।
মোগাদিশুর মদিনা হসপিটালের এক নার্স নিশ্চিত করেছেন যে, তারা একজনের মরদেহ পেয়েছেন এবং আরও ছয়জন আহত অবস্থায় ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- আত্মঘাতী হামলা