You have reached your daily news limit

Please log in to continue


দুর্গাপূজায় বিশ্বরঙের বাহারি কালেকশন

প্রায় তিন দশকের ধারাবাহিকতায় এবারও দুর্গোৎসব উপলক্ষ্যে বিশেষ কালেকশন এনেছে বিপ্লব সাহার ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ। প্রতিষ্ঠানটির সব আউটলেট ও অনলাইনে চলছে নতুন সংগ্রহের প্রদর্শনী।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, এবারের দুর্গাপূজার পোশাক অলংকরণের অনুষঙ্গ হিসেবে বেছে নেয়া হয়েছে দুর্গা প্রতিমার প্রতিকৃতি। প্রকৃতির নান্দনিক রূপের গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের সমন্বয়ে দুর্গা মোটিফ, মন্ত্র ও ড্রইং উপস্থাপন করা হয়েছে শাড়ি, পাঞ্জাবি, ধুতি, থ্রিপিস, ফতুয়া ও শার্টের মলিন সার্ফেসে। পোশাকের প্যাটার্নেও এসেছে ভিন্নতা।

এ কালেকশনে গরমের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে স্বাভাবিকভাবে ব্যবহার উপযোগী আরামদায়ক সুতি, লিলেন, ভিসকস, ভয়েল, স্লাব ও শ্যামলে কাপড়। আর আভিজাত্য তুলে ধরতে থাকছে জয়সিল্ক, ডুপিয়ান, হাফ সিল্ক, জর্জেট ও সিফনসহ ভিন্ন ভিন্ন বাহারি কাপড়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন