জুয়াড়িদের দখলে পুঁজিবাজার, নিষ্ক্রিয় নিয়ন্ত্রক সংস্থা
ঢাকা পোষ্ট
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫০
পুঁজিবাজারে আবারও তৎপরতা বেড়েছে জুয়াড়িদের। একাধিক সিন্ডিকেটের কারসাজিতে এমন সব কোম্পানির শেয়ারের দাম কয়েক গুণ বেড়েছে, যেগুলোর কোনোটিরই মূল্য সংবেদনশীল তথ্য নেই। ২০ থেকে ২৫টি ছোট মূলধনী ও দুর্বল মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির শেয়ার নিয়ে কারসাজিতে মেতেছে জুয়াড়ি সিন্ডিকেটগুলো। ঢাকা পোস্টের অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কারসাজিতে এমন সব কোম্পানির নাম রয়েছে যেগুলোর ব্যবসা বৃদ্ধি কিংবা মুনাফা বাড়েনি, ভবিষ্যতে ব্যবসা বাড়ারও কোনো সম্ভাবনা নেই। এছাড়া কোম্পানির কারখানা আছে তবে লোকসান অনেক, মুনাফায় ফেরারও সম্ভাবনা নেই। কারখানা তো দূরের কথা, কোম্পানির সাইন বোর্ড নেই, এমন সব কোম্পানির শেয়ারের দাম হু হু করে বাড়াচ্ছে চক্রগুলো। যা গত কয়েক মাস ধরেই অব্যাহত রয়েছে।