![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2022-09%2F7f7491ca-67b1-4e64-b657-087d20fc39be%2Favator_240922.jpg?rect=0%2C0%2C1100%2C619&auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=940)
অ্যাভাটার ২ আরও আবেগময়: ক্যামেরন
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২, ২২:২৫
অ্যাভাটারের এক যুগ পর এই সিনেমার সিকুয়েল নিয়ে আসছেন জেমস ক্যামেরন; আর এর গল্প আরও আবেগময় বলে জানালেন তিনি।
‘অ্যাভেটার: দ্য ওয়ে অফ ওয়াটার’ আগামী ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে। একে বলা হচ্ছে অ্যাভাটার-২, এরপর আরও কয়েকটি সিকুয়েলের পরিকল্পনাও চলছে।
২০০৯ সালে মুক্তি পেয়েছিল অ্যাভাটার; তা সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা হয়ে উঠেছে।
ভবিষ্যতের এক সময়ে পৃথিবীর মানুষের সম্পদ লোভ কীভাবে প্যানডোরা নামে একটি গ্রহবাসীর অস্তিত্ব সঙ্কটে ফেলেছিল, তা ফুটিয়ে তোলা হয় সেই সিনেমায়।
ভাসমান পাহাড়ের সেই গ্রহ থেকে এবার নতুন সিক্যুয়েলে সাগরের নিচে যাচ্ছে অ্যাভাটার; সাগরের প্রতি ক্যামেরনের ভালোবাসার জন্যই হয়ত।