![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2022/09/online/photos/india-5g-samakal-632ef8655f792.jpg)
১ অক্টোবর থেকে ভারতে শুরু হচ্ছে ৫জি ইন্টারনেট পরিষেবা
বাংলাদেশের পর এবার ভারতেও চালু হতে যাচ্ছে ৫জি ইন্টারনেট পরিষেবা। শনিবার ভারতের ন্যাশনাল ব্রডব্যান্ড মিশনের তরফ থেকে বিষয়টি জানানো হয়।
১ অক্টোবর দিল্লির প্রগতি ময়দানে চলমান ‘ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে' ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে সূচনা হবে অত্যাধুনিক ওই টেলিকম পরিষেবার।
ভারতের টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো আগেই জানিয়েছিলেন চলতি বছরের অক্টোবরেই দেশজুড়ে শুরু হতে পারে ৫জি পরিষেবা।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ইন্টারনেট সেবা
- ফাইভজি