কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রানি এলিজাবেথের চেয়ে বেশি হচ্ছে আবের শেষকৃত্যের খরচ

জাগো নিউজ ২৪ জাপান প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৪

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্য আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এ শেষকৃত্যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে যাচ্ছে দেশটির সরকার। এতে দেশটির জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন এত খরচ নিয়ে।


জানা গেছে, শিনজো আবের শেষকৃত্যে প্রায় ১ দশমিক ৬৬ বিলিয়ন ইয়েন খরচ হবে, যা রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের চেয়ে অনেক বেশি।


সরকারিভাবে বিপুল অর্থ ব্যয়ে আবের শেষকৃত্যের বিরোধিতা করছেন অনেকেই। কারণ ধারণা করা হচ্ছে, রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে এক দশমিক তিন বিলিয়ন ইয়েনের কম খরচ হয়েছে। যদিও রানি এলিজাবেথের শেষকৃত্যে কত খরচ হয়েছে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।


জাপানে সবচেয়ে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন শিনজো আবে। চলতি বছরের ৮ জুলাই তাকে হত্যা করা হয়। টোকিওর নিপ্পন বুডোকান এলাকায় একটি রাষ্ট্রীয় শেষকৃত্য করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও