![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2022/Aug/22/1661158432983.jpg&path=/uploads/news/2022/Sep/24/1664009505280.jpg&width=600&height=315&top=271)
দুর্ঘটনা বদলে দিয়েছে ‘আশিকি’র নায়িকা অনুর জীবন
বার্তা২৪
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫১
অনু আগরওয়াল। বলিউডের ৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী। 'আশিকি' ছবিতে অনুর অভিনয়ে মুগ্ধ হয়েছিল বলিউড।
মহেশ ভাট পরিচালিত ছবি 'আশিকি'- সুপরাহিট তো হয়েছিল, সেই সঙ্গে আকাশছোঁয়া জনপ্রিয় হন অনু আগরওয়ালও। এরপর কয়েকটি ছবিতে অনুকে দেখা গেলেও তেমন নাম করতে পারেননি। ধীরে ধীরে হারিয়ে যান ইন্ড্রাস্ট্রি থেকে।