মুকেশ আম্বানির সম্পদের উত্তরাধিকার কে কীভাবে পাবেন

প্রথম আলো প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২, ১১:৫২

এশিয়ার শীর্ষ ধনী ও ভারতের রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি তাঁর সম্পদের উত্তরাধিকার নকশায় তিন সন্তানের নির্দিষ্ট ভূমিকা ঘোষণা করেছেন। মুকেশ আম্বানি চান তাঁর বিশাল এই সম্পদ এখন থেকে সামলাবে তাঁরই তিন সন্তান। এ কারণে গত আগস্ট মাসে রিলায়েন্স গ্রুপের সাধারণ সভায় তিন সন্তানের কাছে তাঁদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন মুকেশ। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।


মুকেশ আম্বানির বড় দুই সন্তান আকাশ ও ইশা আম্বানি যমজ। সম্পদের উত্তরাধিকার নকশা অনুযায়ী, আকাশ ও ইশা সামলাবেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের টেলিকমিউনিকেশন ও রিটেইল ব্যবসা। আর ছোট ছেলে অনন্ত আম্বানি সামলাবেন জ্বালানি ব্যবসা। অনন্ত ইতিমধ্যে জ্বালানি ব্যবসা সামলানোর কাজ শিখছেন।


প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের করপোরেট ব্যবসার ক্ষেত্রে রিলায়েন্সের এই উত্তরাধিকার বণ্টন একটি প্রত্যাশিত ঘটনা। এ নিয়ে মানুষের আগ্রহেরও কোনো কমতি নেই। তাই অনেক দিন থেকেই মুকেশ আম্বানির সম্পদের ভাগাভাগি নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল। এবার কিছুটা স্পষ্ট নকশা পাওয়া গেল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত