ব্রাহ্মণবাড়িয়ায় চারার হাট জমজমাট, খুশি কৃষক
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুরে মৌসুমি চারার হাট জমে উঠেছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ হাটে বিভিন্ন জাতের ধানের চারা কেনাবেচা হয়। প্রতিদিন পাঁচ-ছয় লাখ টাকার লেনদেন হয়। লাভও ভালো হচ্ছে। এতে কৃষক ও ব্যবসায়ী উভয়ই খুশি।
কুমিল্লা-সিলেট মহাসড়কের দুই পাশে নন্দনপুর বাজারে প্রতিবছর ভাদ্র ও আশ্বিন মাসে ধানের চারা কেনাবেচা হয়। এ বাজারে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কৃষকেরা যেমন চারা নিয়ে আসেন, তেমনি ব্যবসায়ীরাও বিভিন্ন গ্রামের কৃষকের কাছ থেকে বীজতলা কিনে চারা বিক্রি করতে আসেন। ধানের জাতভেদে প্রতি আঁটি ছোট চারা ৭০ থেকে ১৪০ টাকায় এবং বড় চারা ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হয়। জেলার বিভিন্ন উপজেলার পাশাপাশি আশপাশের জেলাগুলো থেকেও কৃষক এবং পাইকারেরা এ হাটে ধানের চারা কিনতে আসেন।