![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-05%252F626d5b00-9718-4781-aaf7-3b5b0cb86a77%252FElection.png%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
নির্বাচনকেন্দ্রিক ‘সমঝোতা’র চেষ্টা ইসলামি দলগুলোতে
প্রথম আলো
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৫
কওমি মাদ্রাসাভিত্তিক ইসলামি দলগুলো নিজেদের মধ্যে ‘নির্বাচনী সমঝোতা’ গড়ে তোলার চেষ্টা করছে। এর লক্ষ্য হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেওয়া এবং মাঠে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা। তবে এই প্রক্রিয়া শেষ পর্যন্ত রাজনৈতিক কোনো জোট হিসেবে আত্মপ্রকাশ করবে না।
ধর্মভিত্তিক দলগুলো যাতে নিজেদের মতো করে ‘নির্বাচনী সমঝোতা’ গড়ে তুলতে পারে, সেই চেষ্টায় সরকারের দিক থেকেও উৎসাহ আছে। ইতিমধ্যে ধর্মভিত্তিক কয়েকটি দলের মধ্যে নির্বাচনকেন্দ্রিক সমঝোতার লক্ষ্যে অনানুষ্ঠানিক আলোচনাও শুরু হয়েছে।
ধর্মভিত্তিক ছয়টি দলের দায়িত্বশীল সাতজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনী সমঝোতার উদ্যোগটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। আগামী নির্বাচন কীভাবে হবে—নিরপেক্ষ সরকারের অধীনে, নাকি সরকারের ধরাবাঁধা পদ্ধতিতে, সেটি এখনো দলগুলোর কাছে পরিষ্কার নয়।