কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


তালোড়ার অ্যালুমিনিয়াম শিল্প: নানামুখী সংকটে বন্ধ ৪০ কারখানা

কাঁচামালের মূল্যবৃদ্ধি আর গ্যাস–সংযোগের অভাবে হারাতে বসেছে বগুড়ার অ্যালুমিনিয়াম শিল্প। জেলার তালোড়া বন্দর এলাকায় সাত দশক আগে গড়ে ওঠা এ শিল্প এলাকার অধিকাংশ কারখানা এখন হারিয়ে গেছে কালের গর্ভে।

এক সময় এ এলাকায় ছোট-বড় মিলিয়ে ৫০টির বেশি কারখানা ছিল। এর মধ্যে ২৫টি ছিল বড় কারখানা। বড় কারখানাগুলোর মধ্যে এখন টিকে আছে মাত্র একটি। আর ছোট ছোট কারখানা চালু আছে ৮ থেকে ১০টি। চালু থাকা কারখানাগুলোও এখন অস্তিত্বসংকটে ভুগছে। স্থানীয় লোকজন বলছেন, ২০০০ সালের পর থেকে গত ২২ বছরে এ এলাকার ছোট-বড় প্রায় ৪০টি কারখানা বন্ধ হয়ে গেছে।

এ খাতের উদ্যোক্তারা বলেছেন, একসময় অ্যালুমিনিয়াম সামগ্রীর ব্যাপক কদর থাকলেও যুগের সঙ্গে কমতে থাকে চাহিদা। অ্যালুমিনিয়ামের বদলে প্লাস্টিক, মেলামাইন ও সিরামিক সামগ্রীর কদর বেড়েছে ঘরে ঘরে। তাতে একদিকে কমেছে অ্যালুমিনিয়াম সামগ্রীর চাহিদা অন্যদিকে পাল্লা দিয়ে বেড়েছে কাঁচামালের দাম। আবার তালোড়া বন্দর এলাকার অ্যালুমিনিয়াম কারখানাগুলো বছরের পর বছর চেষ্টা করেও গ্যাস–সংযোগ পায়নি। ফলে গত সাত দশকে এ এলাকার প্রায় দুই ডজন কারখানা বন্ধ হয়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন